#1stYear #Course_review #NU
English Writing Skills
Suggestion Exam 2021
সুপ্রিয় ১ম বর্ষের পরিক্ষার্থী ভাইয়া এবং আপুরা, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা।
English Writing Skills ভালো মার্কস উঠানোর জন্য উপযুক্ত একটি বিষয়৷ কারন এখানে আপনার বিগত শিক্ষা জীবনের অভিজ্ঞতাগুলোও কাজে লাগানোর দারুণ একটা সুযোগ পাচ্ছেন। অতিরিক্ত কিছু বিষয় এসে যোগ হয়েছে। তবে ভয়ের কোনো কারন নেই। একটু কৌশলী আর মনোযোগী হলেই পরিক্ষায় লেখতে পারবেন।
🔰Part A (Brief Questions)
এ অংশে ১০ টি প্রশ্ন থাকবে। প্রতিটির মান ১ আর ১০ টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। উত্তরের আদর্শ দৈর্ঘ্য হলো ১টি পূর্নাঙ্গ বাক্য। উত্তরগুলো মুখস্ত নির্ভর হবে।
পারফেক্ট প্রস্তুতির জন্য SET Suggestion ও Sure Success Suggestion এর Part A এর অংশ গুলো দেখলেই হবে।
🔰Part B (Short Questions)
এ অংশ থেকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৪। মোট ২০ মার্কস। মুখস্থ আর সৃজনশীলতার প্রয়োগ দেখাতে হবে। Paragraph, report, cv, resume, latter, notes, press release এবং minutes এর লেখার ফরমেটগুলো অবশ্যই দেখে নিবেন। হাতের লেখার সাইজ, ধরন, প্রশ্নের ধরন ইত্যাদির উপর নির্ভর করে উত্তরের দৈর্ঘ্য ১ পৃষ্ঠা থেকে ২ পৃষ্ঠা পর্যন্ত হতে পারে।
পারফেক্ট প্রস্তুতির জন্য নিচের টপিকগুলো অবশ্যই দেখবেন।
1. Basic stages of writings
2. Brainstorming
3. Essential parts of a paragraph
4. Cohesion in writing
5. Diferences between cohesion & cohesive
6. Differences between Thesis statement & Topic Sentence
7. Essay & different types of essays with their characteristics
8. Report & formate of a report
9. Differences between CV & resume
10. Formal & informal latter
11. Differences between memo & notice
12. Four point plan on memo writing
★Topic sentence for:
War Crime, Gender Discrimination, Female Education, Charity, Mobile Phone, Patriotism, E-mail…
🔰Part C (Broad Questions)
মোট ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০. নিজস্ব সৃজনীশক্তির প্রয়োগ আপনার মেধার বহিঃপ্রকাশ বলে বিবেচিত হবে। যেহেতু বেশিরভাগ টপিকের সাথে আপনি পূর্বপরিচিত যেহেতু যেটা ভালো পারেন সেটাই লিখুন।
হাতের লেখার সাইজ, ধরন, প্রশ্নের ধরন ইত্যাদির উপর নির্ভর করে উত্তরের দৈর্ঘ্য ৩ পৃষ্ঠা থেকে ৪/৫ পৃষ্ঠা পর্যন্ত হতে পারে। উত্তরে দক্ষভাবে কবিতার লাইন ব্যবহার আপনাকে বেশি মার্কস পাওয়ার অগ্রাধিকার এনে দিবে। পারফেক্ট প্রস্তুতির জন্য নিচের টপিকগুলো অবশ্যই দেখবেন।
1. Paragraph : ★Global Warming ★Food Adulteration ★ Study of English Literature ★Role of Women in our society ★Internet
2. Essay : ★Metro Railway ★ ICT ★Empowerment of Women ★ Digital Bangladesh ★ Facebook
3. Report (রিপোর্ট লেখার Format টি অবশ্যই মাথায় রাখবেন):
★Celebration of annual prize giving ceremony in your College
★ Launch Accident/Road Accident
★ Collapse of multi-storyed Garments factory
★ People are suffering from a recent heatwave…
4. Letter :
★To brother… advise to read daily newspaper
★to father…some money
★ to brother..uses & abuses of internet
★to foreign friend….natural beauty of Bangladesh
5. Application:
★ To head of dept. Seeking permission to use the seminar library in the afternoon for drama rehearsals
★to head of dept. to arrange an English debate completion
★ To mayor…poor condition of streets & lights
★Job application for the post of an English Lecturer
6. A notice informing the students of the celebration of the “Victory Day”.
7. A notice for the employees for following the office timings strictly
8. Press release on the programme of ” Victory Day”
9. Write a memo as a supervisor for workers to follow the safety measures.
সর্বোপরি এসব টপিকের কোনো অংশ বুঝতে অসুবিধে হলে EDNOUB গ্রুপে পোস্ট দিন। আশা করি সর্বোচ্চ সহযোগিতা পাবেন।
এছাড়াও টপিকগুলো হ্যান্ডনোটস আকারে লিখে আমাদের হ্যান্ডনোটস গ্রুপেও পোস্ট করতে পারেন। এতে অনেকেরই উপকার হবে।
সবার জন্য শুভকামনা রইল।
Stay with us.
Stay with EDNOUB
We stand for education.
Biplob Prodhan
Ananda Mohan College, Mymensingh
#Founder
#EDNOUB
EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.
Leave a Reply