#2ndYear #Course_review #NU #7College
Introduction to Drama
Suggestion
সুপ্রিয় ২য় বর্ষের পরিক্ষার্থী ভাইয়া এবং আপুরা, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা।
১ম বর্ষের পরপরই আপনাদের পরিক্ষা শুরু হবে। সীমিত এই সময়ের মধ্যে আপনাদেরকে ৬টি কোর্স পড়ে শেষ করে কয়েকবার রিভিশনও করতে হবে। তাই সময় নষ্ট না করে এখন হতেই পড়াশোনা শুরু করে দিন।
Introduction to Drama কোর্সটিতে ৫ টি নাটক পাচ্ছেন। এখানে পাচ্ছেন গ্রীক নাট্যকার Sophocles এর বিখ্যাত ট্রাজেডি Oedipus Rex (King Oedipus). পাচ্ছেন ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার; সাহিত্যে অবদান রাখার জন্য যাকে বলা হয় সম্রাটের চেয়ে বড় William Shakespeare এর Comedy – As You Like It. নোবেলজয়ী আইরিশ নাট্যকার G. B. Shaw’র Arms and The Man. আইরিশ নাট্যকার John Milington Synge এর One act Tragedy – Riders to The Sea এবং সবশেষে রয়েছে নাইজেরিয়ান নাট্যকার Wole Soyinka’র The Lion and The Jewel.
পূর্নাঙ্গ প্রস্তুতি নিতে যা যা অবশ্যই পড়বেন তার একটি ধারনা দেওয়ার চেষ্টা করছি। ভালো না লাগলে এড়িয়ে যান।
🔰Part A (10×1=10 Marks)
SET Suggestion ও Sure Success সাজেশন থেকে পার্ট A এর অংশ দেখে নিন। আশা করি নিরাশ হবেন না। যে তথ্যগুলো একেবারেই মনে থাকবে না এমন হলে তথ্যটি নোট করে রাখুন।
🔰Part B (5×4=20 Marks)
লেখার ধরণ, প্রশ্নের ধরন অনুযায়ী উত্তরের দৈর্ঘ্য ২/৩ পৃষ্ঠা হতে পারে। পার্ট B এর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য নিচের টপিকগুলো অবশ্যই দেখবেন
1. Dramatic Significance of the encounter between Oedipus and Creon
2. Short note on Delphic-Oracle
3. Significant of the forest Arden in As You Like It
4. Significance of disguise in As You Like It
5. Arms and The Man as a problem play
6. Arms amd The Man as an anti-romantic comedy
7. Characteristics of one-act play in Riders to the Sea
8. Supernational elements in Riders to the Sea
9. How Lakunle try to convince Sidi to marry him without bride-price
10. The Lion and the Jewel as a comedy
11. Protagonist/Antagonist in the Lion and The Jewel
🔰Part C (5×10=50)
লেখার ধরণ, প্রশ্নের ধরন অনুযায়ী উত্তরের দৈর্ঘ্য ৪/৭ পৃষ্ঠা হতে পারে। পার্ট C এর প্রস্তুতির জন্য যে টপিকগুলো অবশ্যই পড়বেন তা নিম্নরুপ
1. Significance of encounter between Oedipus and Tiresias
2. Oedipus Rex as a tragedy of fate
3. Sketch the character of Rosalind
4. Shakespeare’s treatment of love in As You Like It
5. G.B. Shaw’s approach towards love and marriage in Arms and the Man
6. Love and war in Arms and the Man
7. Riders to the Sea as a modern tragedy with classical setting
8. Life of islanders in Riders to The Sea
9. Character of Lakunle in Lion and the Jewel.
10. Picture of African society in Lion and the Jewel.
11. Lion and the Jewel is about the Victory of traditional values over western ones – Discuss
সর্বোপরি এসব টপিকের কোনো অংশ বুঝতে অসুবিধে হলে EDNOUB গ্রুপে পোস্ট দিন। আশা করি সর্বোচ্চ সহযোগিতা পাবেন।
এছাড়াও টপিকগুলো হ্যান্ডনোটস আকারে লিখে আমাদের হ্যান্ডনোটস গ্রুপেও পোস্ট করতে পারেন। এতে অনেকেরই উপকার হবে।
সবার জন্য শুভকামনা রইল।
Stay with us.
Stay with EDNOUB
We stand for education.
Biplob Prodhan
Ananda Mohan College, Mymensingh
#Founder
#ednoub
Leave a Reply