জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষদের ফাইনাল পরীক্ষার রুটিন আসছে
১ম বর্ষদের ফাইনাল পরীক্ষার রুটিন খুব তাড়াতাড়ি প্রকাশ করবে বলে আশা করা যায়।
সব গ্রুপে একটাই প্রশ্ন “ভাই প্রথম বর্ষের পরীক্ষা কবে?” উত্তর দেয়ার আগে একটা বিষয় বুঝতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কখন কোন নোটিশ দেয় বলা মুশকিল! এটা সবাই জানে।
তবে, হয়ত কুরবানীর ইদের পরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমনটা ধরে নিয়ে সিলেবাস হিসেবে কোর্স শেষ করতে থাকুন। ১ম বর্ষের ৬ টা কোর্স যেহেতু পড়তে থাকুন। একদম কত তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা এখনই ১০০ শতাংশ শিউরিটি দেয়া যাবে না। অতএব, প্রথম বর্ষদের ফাইনাল পরীক্ষার রুটিন খুব তাড়াতাড়ি প্রকাশ করবে বলে আমরা আশা করতে পারি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষদের ফাইনাল পরীক্ষার রুটিন আসছে শীঘ্রই।
Auto Translation for the non-natives:
It is expected that the final examination routine of 1st year will be published very soon.
The only question in all the groups is “Brother, when is the first year exam?” One thing to understand before answering. It is difficult to say when the National University gives any notice! Everyone knows that.
However, the test may be held after the sacrifice. Assuming this, continue to finish the course as a syllabus. Keep reading since 6th course of 1st year. Exactly how many dates the test will be held cannot be given 100 percent security right now. Therefore, we can expect the final examination routine of the first year to be published very soon.
Leave a Reply