নতুন যারা অনার্সে ভর্তি হয়েছেন মনযোগ দিয়ে কথাগুলো শুনুন
অনার্স ১ম বর্ষ এবং এবার নতুন যারা অনার্সে ভর্তি হয়েছেন। মনযোগ দিয়ে গুরুত্বপূর্ন কথাগুলো শুনুন-
১। ইংরেজী কিংবা যেকোন ভাল সাবজেক্ট পেয়েছেন বলে অহংকার করবেন না।
২। বন্ধু-বান্ধবীদের সাথে রাগারাগি করবেন না। আর কোন কারণে হয়ে গেলেও তাড়াতাড়ি মিটমাট করে নিবেন। মতবিরোধ হলে মিটিয়ে নেবেন।
৩। ডিপার্টমেন্টের বড় ভাই-আপুদের সম্মান করুন। নাহলে একসময় আপনি সিনিয়র হলেও সম্মান পাবেন না। দেখা হলে সালাম দিন। কুশল বিনিময় করুন।
৪। শুধু ডিপার্টমেন্টের স্যারদের কেই সম্মান করবেন না বরং পুরো কলেজের স্যার এবং ম্যামদের সম্মান করুন। দেখা হলে সালাম দিন। সামনে থেকে হেটে যাচ্ছেন স্যার বা ম্যাডাম এমতাবস্থায় আপনি বসা থাকলে দাড়িয়ে যাবেন। মনে রাখবেন এটা আমাদের ট্রাডিশন।
৫। ভুলে স্যার এবং ম্যাম দের সাথে বা সামনে কিছু অনাকাঙ্খিত বিষয় বলে ফেললে, স্যারদের কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নিন।
৬। রাস্তায় কিংবা যেখানে সেখানে বেশি স্মার্টনেস দেখাতে যাবেন না। যেখানে দরকার হবে কেবলমাত্র সেখানেই দেখাবেন সমস্যা নেই।
৭। বিপদে পড়েছে এমন বন্ধু বান্ধবদের এড়িয়ে না চলে বরং হেল্প করার চেষ্টা করুন। কে বলতে পারে আপনি কখন না আবার বিপদে পড়েন?
৮। কোন ঘটনা ঘটলে কারো শোনা কথায় কান দেবেন না। নিজে নিজ বুদ্ধি প্রয়োগ করে যাচাই করে নেবেন খারাপ ধারনা বিশ্বাস করার আগে।
৯। কলেজে বা বিশ্ববিদ্যালয় এলাকায় সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন।
১০। ডিপার্টমেন্ট এর চতুর্থ শ্রেনীর কর্মচারী ভাইয়া / মামার সাথে ভালো ব্যবহার করুন।
এগুলো ফলো করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ। সফল হোক আপনার জীবন।
Credit: Md Imran Hossain Khan
CEO and Head of IT Dept.
The EDNOUB Foundation
Auto Translations:
Honors 1st year and this time new ones have been admitted in Honors. Listen carefully to the important words-
1. Don’t brag that you got English or any good subject.
2. Don’t get angry with friends. And if it happens for any reason, you will settle it soon. If there is a disagreement, settle it.
3. Respect the big brothers and sisters of the department. Otherwise, once you are a senior, you will not get respect. When you meet, greet. Have a nice exchange.
4. Respect not only the sirs of the department but also the sirs and mams of the whole college. When you meet, greet. Walking from the front, sir or madam, if you are sitting in this position, you will stand. Remember it is our tradition.
5. If you forget to say some unwanted things to Sir and Ma’am or in front of them, immediately apologize to Sir.
. Don’t go for less that your full potential. There is no problem to show only where it is needed.
. Don’t shy away from friends who are in danger, try to help. Who’s to say you’re never in danger again?
. If something happens, do not listen to anyone. Apply your own intellect and verify before believing bad ideas.
9. Maintain good relationships with everyone in the college or university area.
10. Brother, a fourth class employee of the department
Credit: Md Imran Hossain Khan
CEO and Head of IT Dept.
The EDNOUB Foundation
Leave a Reply