EDNOUB – English Department @ National & Other Universities of Bangladesh
জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহের ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীদের একমাত্র নির্ভরযোগ্য গ্রুপ যা ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র বিপ্লব প্রধান প্রতিষ্ঠা করেন। It is The Best Helpline for English Language & Literature. এর সংক্ষিপ্ত নাম “ইডিনাব” EDNOUB.
প্ল্যাটফর্মের নামঃ EDNOUB – English Department @ National & Other Universities of Bangladesh
ধরনঃ অনলাইন ভিত্তিক শিক্ষামূলক প্ল্যাটফর্ম
প্রতিষ্ঠাকালঃ ২০১৭
প্রতিষ্ঠাতাঃ বিপ্লব প্রধান
সহ-প্রতিষ্ঠাতাঃ ইমরান হোসাইন খান
প্রধান কার্যালয়ঃ নাওজোর, ১৩ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর
ওয়েবসাইটঃ www.ednoub.com
এখানে যা যা পাচ্ছেনঃ
★ইংরেজি ভাষা ও সাহিত্য সম্পর্কিত যেকোনো টপিকের উপর পরামর্শ
★ফাইনাল পরিক্ষার সাজেশন
★অনলাইন ক্লাস
★পড়াশোনা সম্পর্কিত যাবতীয় পরামর্শ
★সুনির্দিষ্ট টপিকের উপর করা আপনার প্রশ্নের উত্তর
★হোমওয়ার্ক প্রজেক্ট
★মডেল টেস্ট
★বর্ষভিত্তিক গুরুত্বপূর্ণ পোস্ট ইত্যাদি…
আসুন EDNOUB এর বিধি ও বিধিগুলি দেখি।
০১। গ্রুপের সাথে সম্পর্কিত পোস্ট করুন:
এটি যেহেতু ইংরেজি ভাষা ও সাহিত্যের একটি গ্রুপ, তাই সম্পর্কিত পোস্ট করার চেষ্টা করুন।
০২। কোনও প্রচার বা স্প্যাম করা যাবে না:
আপনি এই গ্রুপে নেওয়ার চেয়ে বেশি দিন। স্ব-প্রচার, স্প্যাম এবং অপ্রাসঙ্গিক লিঙ্কগুলি (ওয়েবসাইট লিঙ্ক, ফেসবুক পেইজ / গ্রুপ লিঙ্ক, ইউটিউব লিঙ্ক) অনুমোদিত নয়।
০৩। বেশি পোস্ট করুন এবং পুরস্কার জিতুন:
আমরা প্রতিমাসেই সদস্যদের মধ্য থেকে “সেরা অবদানকারী” নির্বাচন করি এবং পুরষ্কৃত করি। যতটা সম্ভব পোস্ট করুন।
০৪। বিদ্বেষমূলক কোন বক্তৃতা বা হুমকি নিষিদ্ধ:
আপনার কার্যকলাপে প্রত্যেকে নিরাপদ বোধ করছেন কি না তা নিশ্চিত করুন। যে কোনো ধরণের হুমকির অনুমতি নেই এবং জাতি, ধর্ম, সংস্কৃতি, যৌনমুখীতা, লিঙ্গ বা পরিচয়ের মতো বিষয়গুলি সম্পর্কে অবজ্ঞাপূর্ণ মন্তব্য সমর্থন করা হবে না।
০৫। প্রত্যেকের গোপনীয়তার সম্মান করুন:
এই গ্রুপের অংশ হওয়ার জন্য পারস্পরিক বিশ্বাস দরকার। গঠনমূলক, অভিব্যক্তিপূর্ণ আলোচনা গ্রুপকে দুর্দান্ত করে তোলে তবে সংবেদনশীল এবং ব্যক্তিগত কমেন্ট হতে নিজেকে বিরত রাখতে ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে নিরুৎসাহিত করা হলো।
০৬। যে কোনো ট্রল নিষিদ্ধ :
অন্য কোনও সদস্যের প্রতি অসম্মানজনক মন্তব্য করার, বাজে ভাষা ব্যবহারের অনুমতি নেই। অন্যের মন্তব্যকে শ্রদ্ধা করুন যদি ভুল কিছু থাকে দয়া করে সঠিকটি শেয়ার করুন। আমরা সবাই সত্যের পক্ষে।
০৭। সদয় এবং বিনয়ী হোন:
আমরা একটি সুন্দর পরিবেশ তৈরি করতে একসাথে আছি। আসুন সবাইকে শ্রদ্ধা করি। গঠনমূলক বিতর্ক স্বাভাবিক, তবে বিনয় ও শ্রদ্ধারও প্রয়োজন আছে।
০৮। কোনও এডমিন /মডারেটরকে ব্লক করবেন না:
যে কোনও প্রশাসক বা মডারেটরকে ব্লক করা মারাত্মক অপরাধ। এই জন্য, আপনি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে পারেন। মনে রাখবেন, আমাদের সুরক্ষা ব্যবস্থা খুব কঠোর।
০৯। ইংরেজিতে পোস্ট করার চেষ্টা করুন:
ইংরেজিতে পোস্ট করার চেষ্টা করুন। ভুল হলে কোনো সমস্যা নাই। আমরা এখানে শেখার জন্যই একসাথে আছি।
04. Contact and Find Us:
☑Our page: https://www.facebook.com/EDNOUB
🔸Website :
https://www.ednoub.com
☑Our blog: https://ednoub.blogspot.com
☑Private Program Page:
https://www.facebook.com/ednoubpp
☑Our youtube channel: The EDNOUB Foundation
☑Call: +880 1400079047
☑E-mail: ednoub17@gmail.com
Thanks a lot. Stay with us.
Biplob Prodhan
I have to thank you for the efforts youve put in penning this site. Im hoping to view the same high-grade blog posts by you later on as well. In fact, your creative writing abilities has encouraged me to get my very own website now 😉