#3rdYear #Course_review #NU #7College
সুপ্রিয় ৩য় বর্ষের পরিক্ষার্থী ভাইয়া এবং আপুরা, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা।
২য় বর্ষের পরপরই আপনাদের পরিক্ষা শুরু হবে। সীমিত এই সময়ের মধ্যে আপনাদেরকে ৮টি কোর্স পড়ে শেষ করে কয়েকবার রিভিশনও করতে হবে। তাই সময় নষ্ট না করে এখন হতেই পড়াশোনা শুরু করে দিন।
আপনাদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ কোর্স হলো Introduction to Linguistics . অনেকের কাছে এটি একটি আতঙ্কের নাম হলেও বাস্তবতা হলো এটি খুবই একটি উপভোগ্য কোর্স। প্রকৃতপক্ষে ৩য় বর্ষে সবচেয়ে সহজে A+ পাওয়ার একমাত্র কোর্স এটি। একটু ভালোভাবে যারা বিষয়টি পড়েছে তাদের ক্ষেত্রে কোর্সটিতে A গ্রেড পর্যন্ত পাওয়ারও রেকর্ড আছে।
যাহোক, পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যে বিষয়গুলো অবশ্যই পড়বেন এবং যেভাবে পড়বেন তার একটি তালিকা এখানে দেওয়া হলো।
✔️পর্যাপ্ত সময় থাকলে A Guide to Correct Speech by S M Amanullah (Albatross Publications) বইটিও দেখবেন।
✔️এবার FBC এর একটি মূল বই এবং স্টাডি গাইড, লেকচার প্রকাশনীর Sure Success Suggestion, SET Suggestion হাতের কাছে নিন।
🔰Part A (Brief Questions)
পারফেক্ট প্রস্তুতির জন্য SET Suggestion ও Sure Success Suggestion এর Part A এর অংশ গুলো দেখলেই হবে।
🔰Part B (Short Questions)
এ অংশ থেকে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ৪। মোট ২০ মার্কস। হাতের লেখার সাইজ, ধরন, প্রশ্নের ধরন ইত্যাদির উপর নির্ভর করে উত্তরের দৈর্ঘ্য ১ পৃষ্ঠা থেকে ২ পৃষ্ঠা পর্যন্ত হতে পারে। কিছু ক্ষেত্রে চিত্র অঙ্কনের প্রয়োজন হতে পারে।
পারফেক্ট প্রস্তুতির জন্য নিচের টপিকগুলো অবশ্যই দেখবেন।
1. Why is language considered as a social phenomenon?
2. Differences between langua and parole
3. Competence & performance
4. Voiced and unvoiced sounds
5. Tripthongs
6. Tone and Pitch
7. Morph and morpheme
8. Free morpheme & bound morpheme
9. Phrase structure (PS) grammar
10. Coherence & cohesion
11. Syntagmatic and pragmatic relations with example
12. Universal Grammar
13. Monitor hypothesis
14. Dialect and Register
15. Langua Franca
🔰Part C (Broad Questions)
মোট ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০. নিজস্ব সৃজনীশক্তির প্রয়োগ আপনার মেধার বহিঃপ্রকাশ বলে বিবেচিত হবে। হাতের লেখার সাইজ, ধরন, প্রশ্নের ধরন ইত্যাদির উপর নির্ভর করে উত্তরের দৈর্ঘ্য ৩ পৃষ্ঠা থেকে ৪/৫ পৃষ্ঠা পর্যন্ত হতে পারে। কিছু ক্ষেত্রে চিত্র অঙ্কনের প্রয়োজন হতে পারে। পারফেক্ট প্রস্তুতির জন্য নিচের টপিকগুলো অবশ্যই দেখবেন।
1. To what extent can Linguistics be considered as a science?
2. Saussure’s contribution to the study of language
3. Branches of phonetics
4. English Consonant sounds according to the Manner of articulation
5. Different organs of speech with diagram
6. Word formation and basic rules of word formation
7. Surface Structure & Deep structure
8. Pragmatics Vs semantics
9. Behaviourist Vs Mentalist theory
10. Nativist theory
11. Sapir Whorf hypothesis
12. Accommodation Theory
সর্বোপরি এসব টপিকের কোনো অংশ বুঝতে অসুবিধে হলে EDNOUB গ্রুপে পোস্ট দিন। আশা করি সর্বোচ্চ সহযোগিতা পাবেন।
এছাড়াও টপিকগুলো হ্যান্ডনোটস আকারে লিখে আমাদের হ্যান্ডনোটস গ্রুপেও পোস্ট করতে পারেন। এতে অনেকেরই উপকার হবে।
সবার জন্য শুভকামনা রইল।
Stay with us.
Stay with EDNOUB
We stand for education.
Biplob Prodhan
Ananda Mohan College, Mymensingh
#Founder
#EDNOUB
EDNOUB is the best helpline for the learners of English Language & Literature. It’s an international helpline by EDNOUB [www.facebook.com/groups/EDNOUB]. Enrich your skills on English keep visiting our blog regularly. Stay with us. Thanks a lot.
Leave a Reply