২ লক্ষ মেম্বার এড করার সক্ষমতা নিয়ে টেলিগ্রাম মেসেঞ্জার গ্রুপ তৈরি করা হয়েছে।
নিচের লিংকে ক্লিক করে প্রত্যেকে নিজ বর্ষের গ্রুপে নিজ দায়িত্বে এড হয়ে নিনঃ
১ম বর্ষঃ https://t.me/+ZQi19wXvQ7AxMzM
২য় বর্ষঃ https://t.me/+ukMjYEpjixZhMjRl
৩য় বর্ষঃ https://t.me/+JYxzfD3xGY4wMjA1
৪র্থ বর্ষঃ https://t.me/+Qn2rb0yNdzM4MjM9
✅Join করার পদ্ধতিঃ
জয়েন করার পূর্বে সবার আগে Playstore থেকে Telegram App টি Install করে নিন। তারপর উপরে দেয়া Link এ ক্লিক করুন, অটো জয়েন হয়ে যাবেন। এরপর এডমিন এপ্রুভ দিলেই গ্রুপে চ্যাটিং শুরু করতে পারবেন।
✅টেলিগ্রাম গ্রুপের নিয়মাবলিঃ
EDNOUB ব্যাতীত অন্য কোন গ্রুপ/পেজ / কোন লিংক শেয়ার করা যাবে না। তবে EDNOUB এর অধীন যে কোন লিংক শেয়ার করা যাবে।
গ্রুপ স্টাডির জন্য গ্রুপ তাই স্টাডি ব্যাতীত অপ্রয়োজনীয় আলোচনা করা যাবে না।
এই নিয়মের এর বহির্ভূত কিছু চোখে পড়লে গ্রুপ থেকে আপনাকে রিমুভ বা ব্যান করা হবে।
টেলিগ্রাম হলো এমন একটি চ্যাটিং অ্যাপ যার মাধ্যম এক গ্রুপে প্রায় ২ লক্ষ মেম্বার এড করা যাবে, এটা আসলে Messenger অ্যাপ এর মতোই। পাশাপাশি টেলিগ্রাম অ্যাপ ম্যাসেঞ্জার এবং ফেসবুকের তুলনায় ১০ গুন ফাস্ট।
#EDNOUB
Leave a Reply