#3rdYear #CourseDetails
থার্ড ইয়ারের কোর্সগুলোর মধ্যে কে সহজ আর কেইবা কঠিন সেটা অনেকেই জানতে চান। তাই একনজরে তাদের সংক্ষিপ্ত পরিচয় এই পোস্টে তুলে ধরা হলো। ভাল প্রস্তুতির লক্ষ্যে কোনটি কঠিন কোনটি তুলনামূলক সহজ সেবিষয়ে সম্যক ধারণা লাভ করবেন এই পোস্টের মাধ্যমে। চলুন শুরু করা যাক…
এই কোর্সের টপিক হলো ৫টি ড্রামা। এইড্রামাগুলো একটু সময় নিয়ে পড়তে হবে। টাইম দিলে মোটামুটি সহজ কোর্স। এইগ্রুপে দেয়া দিকনির্দেশনামূলক পোস্টগুলো ফলো করলে পরিক্ষায় ইজি হবে উত্তর করা।
ছোট বড় এবং মাঝারি সাইজের পোয়েম এর কালেকশন পাবেন এই কোর্সে। ব্যাখ্যাসহ পোয়েম এর লাইন ভালভাবে পরিক্ষার খাতায় কোটেশন করতে পারলে ভাল মার্ক পাওয়া যাবে। পোয়েমগুলোকে একটু বুঝে পড়া জরুরী একটু ফিলোসফির ছোঁয়া পাবেন এই কোর্সে।
English 3rd year Suggestions Syllabus
English Hons. 4th Year Handnotes for all Courses by EDNOUB Foundation
প্রচুর ননফিকশন আছে কোর্সের মধ্যে। ফ্রান্সিস বেকনের লেখাগুলো পড়তে সবারই ভাল লাগবে। তবে আগেভাগে সময় নিয়ে পড়া শুরু করা ভালো এই কোর্স। কোটেশন সহকারে বিস্তর উত্তর করতে পারলে পরীক্ষায় ভাল মার্ক আশা করা যায়। মোটকথা জানার জন্য পড়তে হবে এই কোর্স।
চারখানা অসাধারণ টেস্টি উপন্যাস পড়ার সুযোগ আছে এই কোর্সে। গালিভারর্স ট্রাভেলস আর লিলিপুটদের মুভি হয়ত অনেকেই দেখেছেন। এই কোর্সে সময় অন্যকোর্স গুলোর তুলনায় একটু বেশি দেয়া ভাল কারণ এমন একটা কোর্সের মজা নিতে গেলে টাইম তো নিতেই হবে। পরীক্ষায় লেখার সময় একটু বেশি লিখতে হবে কারণ নোভেলের কাহিনী বলে কথা। কিছু ইউনিক ইম্পর্টেন্ট তথ্য উত্তরে এড করতে পারলে ভাল মার্ক আসবে।
এই কোর্সটা একটু পাচমিশালি মসলাদার খাবারের মত। কারন এই কোর্সের নামের দিকে তাকালেই বুঝতে পারবেন। কবিতা আর ড্রামার মিশ্রনে এই কোর্সের সিলেবাস সাজানো হয়েছে। পরিক্ষায় কোটেশনসহ ঠিকঠাক উত্তর করতে পারলে ভাল মার্ক আসবে বলে ধরা হয়। টাইম দিতে হবে যদি এই কোর্সের সবকিছু আত্মস্থ করার ইচ্ছা থাকে।
Honours 3rd year Suggestions Syllabus Course review
যত রাজ্যের পোয়েম আর পোয়েমে ভর্তি হয়ে আছে এই কোর্স। তাই পোয়েমগুলোকে চর্চার কোন বিকল্প নেই। লাইফে সফল হতে গেলে এই পোয়েমগুলোর দিকনির্দেশনা অনুসরণ করতেই হবে। ব্যাখ্যাসহ প্রচুর কোটেশন দিতে হবে পরিক্ষার খাতায় তবে ভাল মার্ক আশা করা যায়। এজন্য আগেভাগে পড়া স্টার্ট করা বেটার।
অনেকের কাছে এটাকে স্বাদবিহীন শুকনো পাউরুটি কিংবা রসকস বিহীন খাদ্যের ন্যায় মনে হবে প্রথম প্রথম পড়ার পর। আসলে ক্রিটিসিজম কি জিনিস সেটাই এই কোর্স পড়লে বোঝা যাবে। মোটকথা সাহিত্য সমালোচনার সম্যক ধারণা লাভ করবেন এই কোর্স পড়লে। তাই ভয় না পেয়ে বুঝে বুঝে পড়লে অনেকটাই ইজি লাগবে। সব আগামাথা না বুঝলেও চলবে প্রথম প্রথম। যাস্ট মেইন আইডিয়াটা ধরতে পারলেই সব সহজ লাগবে। পরিক্ষার খাতায় প্রতিটি টপিকের বিবরনী সহ প্রচুর কোটেশন ব্যবহার করতে হবে তবেই ভাল মার্ক আশা করা যায়। সময় একটু বেশি দিতে হবে যদি বুঝতে অসুবিধা হয়।
English Honours 3rd year Suggestions
ভাষা কি? এটার নিয়মকানুন আসলো কিভাবে? কেন পৃথিবীর সবার ভাষা এক হয়না? কখনো যদি এমন কোন প্রশ্ন মনে উদয় হয়ে থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর পাবেন এই কোর্স পড়লে। প্রতিটি টপিক হুবহু বই থেকে পড়লে কোন সমস্যা নেই বরং সেটা পরীক্ষায় ভাল মার্ক পাবার ক্ষেত্রে নিরাপদ দিক হিসেবে বিবেচিত হবে। বই ফলো করে সেভাবেই লিখতে হবে; নিজের মত করে কিছু বানানো যাবেনা। ব্রিফ বেশি পরিমাণে পড়ে রাখতে হবে যাতে আনকমন আসলেও উত্তর করা যায়। ব্রিফ সঠিক উত্তর করতে হবে। এই কোর্সে অনেক কিছু মুখস্থ করতে হবে যাতে রেফারেন্স দিতে সুবিধা হয় লেখার সময়।
লেখকঃ
Md. Imran Hossain Khan
Content Writer and Head of IT at The EDNOUB Foundation
Leave a Reply