#4thyear #CourseDetails
অনার্স ফোর্থ ইয়ার বা ফাইনাল ইয়ারের কোর্সগুলোর মধ্যে কে সহজ আর কেইবা কঠিন সেটা অনেকেই জানতে চান। তাই একনজরে তাদের সংক্ষিপ্ত পরিচয় এই পোস্টে তুলে ধরা হলো। ভাল প্রস্তুতির লক্ষ্যে কোনটি কঠিন কোনটি তুলনামূলক সহজ সেবিষয়ে সম্যক ধারণা লাভ করবেন এই পোস্টের মাধ্যমে। চলুন শুরু করা যাক…
19th Century Novel: এই কোর্সের টপিক হলো ৫টি উপন্যাস। এইগুলো একটু সময় নিয়ে পড়তে হবে। টাইম দিলে মোটামুটি সহজ কোর্স। এইগ্রুপে দেয়া দিকনির্দেশনামূলক পোস্টগুলো ফলো করলে পরিক্ষায় ইজি হবে উত্তর করা।
20th Century Poetry: ৪ জন কবির লেখা কবিতার কালেকশন। ছোট বড় এবং মাঝারি সাইজের পোয়েম এর কালেকশন পাবেন এই কোর্সে। পোয়েমগুলোকে একটু বুঝে পড়া জরুরী একটু ফিলোসফির ছোঁয়া পাবেন এই কোর্সে। ব্যাখ্যাসহ পোয়েম এর লাইন ভালভাবে পরিক্ষার খাতায় কোটেশন করতে পারলে ভাল মার্ক পাওয়া যাবে।
Modern Drama: চারখানা নাটক আছে এই কোর্সে। প্রাথমিকভাবে পড়তে গেলে একটু বোরিং লাগতে পারে। অনেকের কাছে নাটকগুলোকে অর্থহীন মনে হবে পড়ার পর। তবে, একবার নাটকের মধ্যে থাকা সিম্বলিজম ধরতে পারলে প্রচন্ড ভাললাগা কাজ করবে। নাটকগুলোকে টেক্সটসহ পড়তে হবে। শুধু সামারি পড়ে কোন লাভ নেই। পরিক্ষার খাতায় কোটেশন দিতে হবে অনেক যেটা একটু গুরুত্বপূর্ন। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে, এর কোটেশনগুলোকে ব্যাখ্যা করতে হবে ভালভাবে তবেই ভাল মার্ক আশা করা যায়।
20th Century Novel: ৫ খানা অসাধারণ টেস্টি উপন্যাস পড়ার সুযোগ আছে এই কোর্সে। প্যাসেজ টু ইনডিয়ার মত উপন্যাস পড়ার সুযোগ পাবেন এই কোর্সে। তবে সময় অন্যকোর্স গুলোর তুলনায় একটু বেশি দেয়া ভাল কারণ এমন একটা কোর্সের মজা নিতে গেলে টাইম তো নিতেই হবে। সামারি পড়ে সেই স্বাদ উপভোগ করা সম্ভব নয়। পরীক্ষায় লেখার সময় একটু বেশি লিখতে হবে কারণ নোভেলের কাহিনী বলে কথা। কিছু ইউনিক ইম্পর্টেন্ট তথ্য উত্তরে যোগ করতে পারলে ভাল মার্ক আসবে।
American Poetry: এই কোর্সটা একটু আমেরিকান খাবারের মত। কারন এই কোর্সের নামের দিকে তাকালেই বুঝতে পারবেন। কবিতার মিশ্রনে এই কোর্সের সিলেবাস সাজানো হয়েছে। পরিক্ষায় কোটেশনসহ ঠিকঠাক উত্তর করতে পারলে ভাল মার্ক আসবে বলে ধরা হয়। টাইম দিতে হবে যদি এই কোর্সের সবকিছু আত্মস্থ করার ইচ্ছা থাকে। অনেক কবিতা আছে যেগুলো প্রাথমিকভাবে কঠিন মনে হবে। তবে, একবার ভিতরে থাকা সিম্বলিজম আর ফিলোসফি ধরতে পারলে অত্যন্ত ইন্টারেস্টিং। মোটকথা অন্তরাত্মা এক করে দিয়ে এই কোর্স পড়তে হবে তবেই বুঝা সম্ভব।
American Literature: Fiction and Drama: যত রাজ্যের ড্রামা, শর্ট স্টোরি, আর নভেলে ভর্তি হয়ে আছে এই কোর্স। মোট ৫ টা টপিক পাবেন এই কোর্সের। তাই সেগুলোকে চর্চার কোন বিকল্প নেই। ব্যাখ্যাসহ কোটেশন দিতে হবে পরিক্ষার খাতায় তবে ভাল মার্ক আশা করা যায়। ভালভাবে উপভোগ করা এবং বুঝতে হলে সময় একটু বেশি দিতে হবে। এজন্য আগেভাগে পড়া স্টার্ট করা বেটার।
Classics in Translation: গ্রীক ক্লাসিকস ইংলিশে অনুবাদ করা হয়েছে। সেগুলোকেই পড়তে হবে। মোট ৫ টা ক্লাসিকস আছে। গ্রীক সাহিত্যর প্রতি আগ্রহ নিয়ে পড়তে হবে। পয়েন্ট করে করে পরিক্ষায় কোটেশন দিতে হবে। যেহেতু গ্রীক সাহিত্য তাই অনেকের কাছে একটু খাপছাড়া লাগতে পারে এই কোর্সটি। তবে, ব্যাকগ্রাউন্ড জেনে নিয়ে পড়লে সহজ হবে। কাহীনী পুরোটা ভালভাবে মাথায় ঢুকাতে হলে সময় একটু বেশি দিতে হবে।
Literary Criticism (From Victorian to Modern Age): ৩য় বর্ষেই এই ক্রিটিসিজমের সাথে সবার পরিচয় হয়েছে। অনেকের কাছে এটাকে স্বাদবিহীন শুকনো পাউরুটি কিংবা রসকস বিহীন খাদ্যের ন্যায় মনে হবে প্রথম প্রথম পড়ার পর। আসলে ক্রিটিসিজম কি জিনিস সেটাই এই কোর্স পড়লে বোঝা যাবে। মোটকথা সাহিত্য সমালোচনার সম্যক ধারণা লাভ করবেন এই কোর্স পড়লে। তাই ভয় না পেয়ে বুঝে বুঝে পড়লে অনেকটাই ইজি লাগবে। সব আগামাথা না বুঝলেও চলবে প্রথম প্রথম। যাস্ট মেইন আইডিয়াটা ধরতে পারলেই সব সহজ লাগবে। পরিক্ষার খাতায় প্রতিটি টপিকের বিবরনী সহ প্রচুর কোটেশন ব্যবহার করতে হবে তবেই ভাল মার্ক আশা করা যায়। সময় একটু বেশি দিতে হবে যদি বুঝতে অসুবিধা হয়।
Continental Literature: ৫জন লেখকের ৫খানা নোভেল পড়তে হবে এই কোর্সে। নোভেল যেহেতু তাই সময়টাও একটু বেশি দিতে হবে কোর্সে। অনেক জিনিস জানতে পারবেন এই কোর্স পড়লে। নভেলের সংমিশ্রনে অনেক মজার একটা কোর্স। পরিক্ষার খাতায় পয়েন্ট আকারে ভালভাবে বুঝিয়ে লিখতে পারলে ভাল মার্ক আসবে।
Approaches and Methods of Language Teaching: কিভাবে ইংরেজী শিখলে নেটিভদের মত কথা বলা যাবে? কেন আমরা ভাল ইংরেজী বলতে পারিনা? ভাষা শিক্ষা কি? এটার নিয়মকানুন আসলো কিভাবে? কেন পৃথিবীর সবার ভাষা শিক্ষার লেভেল এক হয়না? কখনো যদি এমন কোন প্রশ্ন মনে উদয় হয়ে থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর পাবেন এই কোর্স পড়লে। প্রতিটি টপিক হুবহু বই থেকে পড়লে কোন সমস্যা নেই বরং সেটা পরীক্ষায় ভাল মার্ক পাবার ক্ষেত্রে নিরাপদ দিক হিসেবে বিবেচিত হবে। বই ফলো করে সেভাবেই লিখতে হবে; নিজের মত করে কিছু বানানো যাবেনা। ব্রিফ বেশি পরিমাণে পড়ে রাখতে হবে যাতে আনকমন আসলেও উত্তর করা যায়। ব্রিফ সঠিক উত্তর করতে হবে। এই কোর্সে অনেক কিছু মুখস্থ করতে হবে যাতে রেফারেন্স দিতে সুবিধা হয় লেখার সময়। প্রচুর পড়তে হবে এই কোর্সে তাই সময়টাও একটু বেশি লাগবে এই কোর্স পড়ে শেষ করতে।
Viva-Voce: ভাইভা নিয়ে অনেকগুলো পোস্ট এই গ্রুপে করা হয়েছে। গ্রুপের ভাইবা কোথা থেকে প্রশ্ন ধরবে, কিভাবে হলে প্রবেশ করতে হবে, উত্তর কিভাবে করতে হবে ইত্যাদিসহ সেগুলোতে টেকনাফ টু তেতুলিয়া সব আলোচনা করা হয়েছে। এগুলো ফলো করলেই হবে আশা করি। পোস্ট খুজে পেতে গ্রুপের ভিতরে থাকা সার্চ বাটন ব্যাবহার করে ভাইভা Viva লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন পোস্টগুলো।
লেখকঃ
Md. Imran Hossain Khan
Content Writer, Co-founder and Head of IT at EDNOUB
Leave a Reply