আলহামদুলিল্লাহ
অনেকেই বইয়ের সাথে পেনড্রাইভের মাধ্যমে Written, Spoken & Grammar-এর উপর ১০২২টি ভিডিও লেকচার নিচ্ছেন।
আপনিও অল্প মূল্যে ভিডিও লেকচার নিয়ে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে দেখে দেখে শিখতে পারবেন এবং অপরকে শেখাতে পারবেন, ইনশাআল্লাহ।এক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।
আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ থেকে ভিডিও দেখে যাচাই করে নিন।
ইউটিউব:
পেইজ : www.facebook.com/ednoub
Call/IMO/Whatsapp : +8801400079047
ভিডিওগুলিতে যাযা পাচ্ছেন :
১. বাংলা অক্ষর, সংযুক্ত অক্ষর, া, ,ি ী, ু , ূ , ৃ , ,ে ,ৈ, বাংলা যেকোন ধরনের শব্দ ও বাংলা বাক্যকে ইংরেজিতে উচ্চারণ ও বানান করে পড়ার কৌশল দেয়া হয়েছে-
২. ইংরেজির ২৬টি Letter, Double letter, Joint Letter-এর যত ধরনের বাংলা উচ্চারণ হয় এবং বড় বড় word ভেঙ্গে ভেঙ্গে সঠিকভাবে উচ্চারণ করার পদ্ধতি দেয়া হয়েছে-
৩. ৭৪টি গুরুত্বপূর্ণ Spelling rules বাংলা উচ্চারণের সহিত দেয়া হয়েছে এবং যেসকল letter-এর উচ্ছারণ হয় না এমন ২৫০টি word দেয়া হয়েছে-
৪. বিভিন্ন ডিকশনারিতে word-গুলো যেভাবে সাজানো হয়েছে। যেভাবে পড়লে মনে রাখা যাবে সে সকল তথ্য দেয়া হয়েছে-
৫. ব্রিটিশ এবং আমেরিকার উচ্চারণের পার্থক্য দেয়া হয়েছে-
৬. Parts of Speech-এর সকল প্রকারভেদ, Case, Person, number, Gender ভেঙ্গে ভেঙ্গে বাংলা অর্থসহকারে আলোচনা করা হয়েছে-
৭. আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা অর্থাৎ এদের প্রতিটি শব্দ দিয়ে ২০০-এর অধিকভাবে পড়ার কৌশল দেয়া হয়েছে-
৮. Number অর্থাৎ সংখ্যা সাথে এক-, আধা-, পৌনে – সোয়া – সাড়ে – দেড় – আড়াই দিয়ে প্রায় ১০০০টি শব্দ বাক্যাংশের মাধ্যমে পড়ার কৌল দেয়া হয়েছে-
৯. Suffix & Prefix ১০০টির অধিক ব্যবহার দেয়া হয়েছে। এদের মাধ্যমে খুব অল্প সময়ে হাজার হাজার শব্দ শেখার এবং মনে রাখার পদ্ধতি দেয়া হয়েছে-
১০. Noun – Adjective – Verb – Adverb একটি থেকে আরেকটি শব্দ বানিয়ে পড়ার ১০০টির অধিক কৌশল দেয়া হয়েছে-
Call/IMO/Whatsapp : +8801400079047
১১. Similar words, Bangla Pair words, Bangla opposite joint words, Bangla alternative words, Similar Combined words সব মিলিয়ে ৮০০টির মতো দেয়া হয়েছে-
১২. Subject, Verb এবং Object -এদের ক্ষেত্রে Noun, Pronoun, adjective, verb, adverb বসানোর ৫০০টির অধিক ব্যবহার দেখানো হল-
১৩. বাংলা ও ইংরেজি ভাষার সকল ধরনের Sentence-এর গঠনপ্রণালী সব মিলিয়ে প্রায় ২০০টির মতো দেয়া হলো-
১৪. মৌলিক কথোপকথনের উপর ২৬০টি বাক্য এবং ২৮১টি বহুল প্রচলিত প্রবাদ দেয়া হয়েছে-
১৫. প্রায় ৬০০টি Verb-এর Present – Past & Past participle form বাংলা উচ্চারণের সহিত দেয়া হয়েছে-
১৬. Tense, Negative, Interrogative, Negative + Interrogative Sentence কেবল ১দিনেই Tense শেখার কৌশল দেয়া হয়েছে।
১৭. ২৪টি Auxiliary Verbs শেখার ক্ষেত্রে ৩৩০টি গঠন প্রণালী রয়েছে এবং এদের সবগুলিই দেয়া হয়েছে-
১৮. একটি মূল verb দিয়ে ১৬৭ভাবে পড়ার পদ্ধতি দেয়া হয়েছে-
১৯. একটি adjective ৮২ভাবে পড়ার পদ্ধতি দেয়া হয়েছে –
২০. Have, Has, Had আছে, ছিল অর্থে ৪৫ভাবে পড়ার পদ্ধতি দেয়া হয়েছে-
২১. There দিয়ে ৪৩ভাবে পড়ার পদ্ধতি দেয়া হয়েছে-
২২. It -এর ১০০-এর অধিকভাবে পড়ার পদ্ধতি দেয়া হয়েছে-
২৩. Conditional Sentence, Wh-Word=Who, Whom, Whose, What, Which, When, Where, Why, How-এদের ১০০টির অধিক গঠনের প্রশ্ন ও উত্তর লেখার কৌশল দেয়া হয়েছে –
২৪. Verb-এর সকল প্রকার ও ১০০-এর অধিক গঠনের আলোকে পড়ার কৌশল দেয়া হয়েছে-
২৫. Being, Getting, Becoming, Having-দিয়ে ১৯০ভাবে পড়ার কৌশল দেয়া হয়েছে-
২৬. ১টি verb কে বাক্য সম্পাসারণ পদ্ধতির মাধ্যমে ১৪৩ ভাবে পড়ার পদ্ধতি দেয়া হয়েছে-
২৭. এক নজরে একটি মূল verb-কে ১৪৩ ভাবে Word তৈরি করে পড়ার পদ্ধতি দেয়া হয়েছে-
২৮. Uses of Not (Not Sentence এ ১৫-২০ ক্ষেত্রে ব্যবহৃত হয়)তা দেয়া হয়েছে-
২৯. How to Enlarge Sentence (বাক্য যেভাবে বড় করবেন): ১২৭টি কৌশল দেয়া হয়েছে-
৩০. Man/ Person (অর্থাৎ মানুষ/ লোকের) পূর্বে একসাথে ৩৪৫টি শব্দ বসিয়ে পড়ার কৌশল-
Call/IMO/Whatsapp : +8801400079047
৩১. ৫৭টি Preposition-এর ব্যবহার সম্পুর্ণ স্পোকেন স্টাইলে যতভাবে ব্যবহার হয় ঠিক ততভাবে লেখা হয়েছে-
৩২. যে কোন ব্যক্তিবাচক pronoun এবং noun এর পূর্বে বিভিন্ন preposition বসিয়ে একসাথে ৩৩ ভাবে পড়ার পদ্ধতি দেয়া হয়েছে-
৩৩. যে কোন স্থানের পূর্বে বিভিন্ন preposition বসিয়ে একসাথে ৩১ ভাবে পড়ার পদ্ধতি
৩৪. Whom-এর পূর্বে বিভিন্ন preposition বসিয়ে একসাথে ২৫ ভাবে পড়ার পদ্ধতি
৩৫. Whose-এর পূর্বে বিভিন্ন preposition বসিয়ে একসাথে ২৪ ভাবে পড়ার পদ্ধতি
৩৬. Which-এর পূর্বে বিভিন্ন preposition বসিয়ে একসাথে ৪৭ ভাবে পড়ার পদ্ধতি
৩৭. Appropriate preposition ও Idioms & Phrases – ৩৫২টি দেয়া হয়েছে-
৩৮. Textual Grammar : ৫ম শ্রেণি থেকে ডিগ্রী-অনার্স পর্যন্ত সকল ধরণের গ্রামার সম্পুর্ণ স্পোকেন স্টাইলে এবং বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে-
৩৯. ৯০টি Joining Word-ব্যবহার সম্পুর্ণ স্পোকেন স্টাইলে এবং বাংলা অর্থ সহকারে লেখা হয়েছে-
৪০. ১৮টি Rule দেয়া হয়েছে। এদের মাধ্যমে ইংরেজি ১ম ও ২য় পত্রের যে কোন Gap fill up করা যাবে। এক্ষেত্রে ১০০% নিশ্চয়তা দিচ্ছি-
৪১. বিগত বছরে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা ৬০০টি Translation দেয়া হয়েছে।
Watch details on video
Note : পুরো বইটিতে ১০হাজারের অধিক ইংরেজি বাক্যের বাংলা অর্থসহ দেয়া হয়েছে। এদের মধ্যে একটি বাক্যও ২য় বার দেয়া হয়নি। এদের অনুকরণে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যাবে।
.
১০০% নিশ্চয়তা দিচ্ছি, এই বইটির যে কোন Chapter’ই কেবল একবার মনোযোগের সাথে পড়লে সম্পুর্ণ বিষয়টি নিজের আয়েত্তে আসবে। যে কেউই ইংরেজিতে কথা বলতে পারবে এবং অপরকে পড়াতে পারবে, ইনশাআল্লাহ।
.
বি.দ্র: আমাদের সকল ক্লাসের ইংরেজি ১ম পত্র, ২য় পত্র, Vocabulary, Writing Skill, ব্যাকরণ, ২য় থেকে ৭ম শ্রেণি পর্যন্ত গাইড বই, প্লে, নার্সারি, কেজি-1, কেজি-2, PEC, JSC, SSC-এর সাজেশন সহ প্রায় ১০০টির মতো বই রয়েছে।
.
বাংলাদেশের যেকোন জায়গা থেকেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই নিতে পারবেন।
Call/IMO/Whatsapp : +8801400079047, 01775526575
বিপ্লব প্রধান
অনলাইন মার্কেটিং এক্সিকিউটিভ
খান মেথড পাবলিকেশন্স
#Khan_Method_01400078047
#Khan_Method_Publications #ednoub
#Khan_Method_Biplob_Prodhan
#Khan_Method_Prokashoni
A Complete Book of Written Spoken English Grammar,E-shop of EDNOUB,Khan Method Book List,Khan Method Book Store,Khan Method Publications,Khan Method Publications Book PricA Complete Book of Written Spoken English Grammar,E-shop of EDNOUB,Khan MethodA Complete Book of Written Spoken English Grammar,E-shop of EDNOUB,Khan MA Compl
ete Book of Written Spoken English Grammar,E-shop of EDNOUB,A Complete Book of Written Spoken English Grammar,E-shop of EDNOUB,Khan Method Book List,Khan Method Book Store,Khan Method Publications,Khan Method Publications Book Price,Khan Method Book List,Khan Method Book Store,Khan Method Publications,Khan Method Publications Book Price,ethod Book List,Khan Method Book Store,Khan Method PA Complete Book of Written Spoken English Grammar,E-shop of EDNOUB,Khan Method Book List,Khan Method Book Store,
Khan Method Publications,Khan Method Publications Book Price,A Complete Book of Written Spoken English Grammar,E-shop of EDNOUB,Khan Method Book List,Khan Method Book Store,Khan Method Publications,Khan Method Publications Book Price,A Complete Book of Written Spoken English Grammar,E-shop of EDNOUB,Khan Method Book List,Khan Method Book Store,Khan Method Publications,Khan M
ethod Publications Book Price,ublications,Khan Method Publications Book Price, Book List,Khan Method Book Store,Khan Method Publications,Khan Method Publications Book Price,e,
Leave a Reply